Sunday, October 11, 2015

কাজের মেয়েঃ বৌদি এই নিন আপনার
শাড়ি।
এই শাড়ি আমি আর পরব না।
..
বৌদিঃ কেন পরবে না..? শাড়িটা অনেক
দামি,
আর বেশীদিন হয়নি শাড়িটা আমি পরেছি।
..
কাজের মেয়েঃ ব্যাপারটা সেটা না।
..
বৌদিঃ ব্যাপারটা তাহলে কি..?
..
কাজের মেয়েঃ আপনার এই শাড়ি পরে
কাজ করছিলাম।
দাদা আমাকে আপনি মনে করে,
আমার ধারে কাছে ঘেঁষলই না একদম।
..
বৌদিঃ কি.. এত বড় কথা..? বেড়িয়ে যা...
..
কাজের মেয়েঃ আরে দাঁড়ান, কথাত এখনও
শেষই হয় নি।
আমি যখন এই শাড়ি পরে কাজ করছিলাম,
আপনাদের গাড়ির ড্রাইভার আমাকে
আপনি মনে করে জাপটাই ধরেছিল।
....
বৌদিঃ (থতমত খেয়ে) আচ্ছা ঠিক আছে,
কাল তোমাকে আমি নতুন শাড়ি কিনে
দেব, কেমন..

Friday, October 9, 2015

একদিন লালু প্রসাদ যাদব মারা গেল....
প্রত্যাশিত ভাবেই যথারীতি তার জায়গা হল নরকে। লালু গিয়ে
দেখল যমদূত তার জন্য অপেক্ষা করছিল.....
যমদূত লালুকে বলল - তুমি আমার লিস্টে আছো, থাকতে তো
তোমাকে এখানে হবেই, কিন্তু সমস্যা হল তোমার থাকার মত কোন ঘর এই মুহূর্তে খালি নেই !!!!
কিন্তু তিন জন এ রকম আছে যারা তোমার থেকে কম পাপি ... তাদের মধ্যে একজনকে ছেড়ে দেব, তাহলে তোমার জায়গা হয়ে যাবে ...
তুমি পছন্দ কর কোনটা তোমার পক্ষে ভাল ...
প্রথম ঘরের দরজা খুলল যমদূত।
দেখা গেল সেখানে একটা বড় বাথ টব রাখা আছে, যাতে আছে ফুটন্ত গরম জল। সনিয়া গান্ধী সেই টবে লাফাছে,আবার উঠে আসছে, আবার লাফাচ্ছে....
লালু দেখে বলল - পারব না , আমার কোমরে ব্যাথা !!!!
দ্বিতীয় ঘরের দরজা খুলল যমদূত। দেখা গেল সেখানে পাথর ভর্তি !!! আর একটা বিশাল হাতুড়ি দিয়ে সেই পাথর ভাঙছে মুলায়ম সিং যাদব !!!
লালু দেখে বলল - পারব না , আমার কাঁধে ব্যাথা !!!!
তৃতীয় ঘরের দরজা খুলল যমদূত। দেখা গেল সেখানে একটা খাট।
তাতে রয়েছে শরদ পাওয়ার এবং সানি লিওন !!!
এবং সানি লিওন সেই কাজই করছে যার জন্য সে বলিউডে আসার আগে থেকেই বিখ্যাত !!!!
লালু দেখে বলল - হ্যাঁ , হ্যাঁ , এটা তো আমি খুব ভাল পারব !!!!
শুনে যমদূত খুব জোরে জোরে হাঁসতে লাগল !!!
তারপর হাসি থামিয়ে যমদূত যা বলল তাতে লালু বেহুঁশ !!!
যমদূত বলল - সানি লিওন,
যাও আজ থেকে তোমার ছুটি !!! তোমার বদলে নতুন লোক এসে গেছে !!!

Tuesday, August 11, 2015

jokes2

Teacher: Who answers my next question, can go home. 
One boy throws his bag out the window. 
Teacher: Who just threw that? 
Boy: Me and I’m going home now

school jokes

The Teacher says to the class: Who ever stands up is stupid
*Nobody stands up*
Teacher: I said who ever stands up is STUPID!
*Little Johnny stands up*
Teacher: Johnny, do you really think that you are stupid?
Little Johnny: No Mrs, I just thought that maybe you are lonely being the only one standing.