Thursday, February 9, 2017

BIRAL

নিমাই: কী হে অসীম বাড়িতে যে বিড়ালের উৎপাত হয়েছে, তা মিটেছে?
অসীম: আর বোলো না, যতবার দূরে কোথাও ছেড়ে আসি, প্রতিবারই ঠিক বাড়ি ফিরে চলে আসে। শেষে একদিন একটা রিক্সা করে বিড়ালটা কে বস্তায় পুরে দু-তিন ঘন্টা ধরে এ গলি, সে গলি এ রাস্তা সে রাস্তা ঘুরে এমন একটা জায়গায় ছাড়লাম, যে আমিই রাস্তা গুলিয়ে ফেললাম।
নিমাই: শেষ অব্দি ফিরলে কী করে?
অসীম: কেন, বেড়াল টার পিছন পিছন!

MURGI

খদ্দের খেতে খেতে হোটেল মালিককে - "বা! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।"
হোটেল মালিক - "হবেনা কেন স্যার, পোষা মুর্গি, আর যা খাওয়াই - কাজু, কিসমিস, প্রোটিনেক্স... "
"কি ? মুর্গিকে কাজু কিসমিস? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর।"
খদ্দের মুর্গির দাম তো দিলোইনা, উল্টে দু হাজার টাকা পকেটে পুরে চলে গেল। খদ্দের ছিল ইনকাম ট্যাক্স অফিসার
কদিন বাদে আরেকজনও মুরগি খেয়ে খুব খুশি, "বা! পোষা মুরগি বুঝি? তা কি খাওয়ান এদেরকে?"
হোটেল মালিক সাবধান হয়ে গেছেন, "আজ্ঞে, ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা, ওই পোকামাকড়, আরশোলা এসবই খাওয়াই।"
"কি? মুরগিকে পোকামাকড় খাওয়ান? জানেন আমি Prevention of cruelty to eatable birdsএর প্রেসিডেন্ট। মানেকা গান্ধীকে জানালে আপনার ভিটেয় মুরগির বদলে ঘুঘু চড়বে।"
এবার আরো দু হাজার টাকা গেল।
কদিন বাদে আরেক খদ্দেরের প্রশ্নে হোটেল মালিকের সোজা সাপ্টা জবাব, "একদম বলতে পারবোনা স্যার। সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই। কে কি কিনে খায় জানিনা।"